1. admin@muktijoddhatelevision.com : admin :
সিলেটে সাংবাদিকের এনআইডি কার্ড নিয়ে প্রতারণা ও হত্যার হুমকি - মুক্তিযোদ্ধা টেলিভিশন
সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন

সিলেটে সাংবাদিকের এনআইডি কার্ড নিয়ে প্রতারণা ও হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯২ Time View

নিজস্ব প্রতিবেদক: সিলেটে সাংবাদিকের এনআইডি কার্ড নিয়ে প্রতারণা ও হত্যার হুমকি। ক্লীন সিলেট সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিবেশ বিষয়ক সম্পাদক – জাতীয় দৈনিক দিগন্ত প্রতিদিন এর সিলেট ব্যুরো প্রধান, দৈনিক মানবাধিকার প্রতিদিনের সাংবাদিক সিলেট জেলা প্রতিনিধি মোঃ মোহন আহমেদ এর জাতীয় পরিচয় পত্র নিয়ে প্রতারণা করছে।

সিলেট শাহপরান(রঃ) থানায় ২৮/০৮/২০২১ ইং- সাধারণ ডায়েরি করেন, ডায়েরি নং-২৩৮৯.

সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, বদরুর রহমান বাবর সিলেট সদর উপজেলা পাঁচ নং টুলটিকর ইউনিয়ন বালুচর আল্ ইসলাহ্ এলাকার বাসিন্দা।

১৪/০৩/২০২১ ইংরেজি রাত ১১:৩০ মিনিটের সময় সাংবাদিক মোহন আহমেদ এর কাছ থেকে তাঁর জাতীয় পরিচয় পত্র নেন বদরুর রহমান বাবর এবং উদ্দেশ্য; ক্লীন সিলেট নামক অনলাইন পোর্টাল ও ক্লীন সিলেট সামাজিক সংগঠন”এ রেজিঃ করিবার জন্য। যাহার এনআইডি নং (৯১৩৮৮৩৫৭৪০)।

পরবর্তীতে সাংবাদিক মোহন আহমেদ বদরুর রহমান বাবর এর কাছে এনআইডি কার্ড ফেরত চাইলে, বাবর সময় ক্ষেপন করিতে থাকে,এভাবে প্রায় ৫ মাস অতিবাহিত হওয়ার পর গত ২৪/০৮/২০২১ ইং- তারিখে সিলেট শাহী ঈদগাহ ওয়ালটন শোরুম থেকে সাংবাদিক মোহনের কাছে একটি ফোন আসে, বদরুর রহমান বাবর একটি ফ্রিজ কিস্তিতে ক্রয় করেন, এবং মোহন কে জামিনদার করেন। অথচ মোহনের অজান্তেই সিগনেচার ছাড়াই থাকে জামিনদার বানানো হয়।

তৎক্ষনাৎ সাংবাদিক মোহন বদরুর রহমান বাবর কে ফোন করলে তাহার মোবাইল বন্ধ পান,এবং উক্ত বিষয়টি এলাকার স্থানীয় মুরব্বিদের অবগত করলে, বাবর মুরব্বিদের সাথে মোহন কে নিয়ে বসার কথা বলে পরবর্তীতে তিনি আর বসে সমাধান করতে ইচ্ছুক নয় বলে জানান।

মুরব্বিদের এবিষয়টি অবগত করায় বাবর সাংবাদিক মোহন এর উপর ক্ষিপ্ত হয়ে হুমকি দামকি দিচ্ছেন এবং মাদক মামলায় ফাসাইবে বলে ও হাত পা ভেঙ্গে দিয়ে প্রাণে হত্যা করিবে বলে।
এমনকি এলাকার লোকজনের কাছে বাবর সাংবাদিক মোহনের নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলিয়া বেড়াচ্ছে।

সাংবাদিক মোহন নিজের নিরাপত্তার স্বার্থে ও তাহার সম্মানহানির কারনে, জাতীয় পরিচয় পত্র আইনের মাধ্যমে সঠিক সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© মুক্তিযোদ্ধা টেলিভিশন সতর্কবার্তা : প্রাতিষ্ঠানিক/বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের লোগো, সংবাদ, ছবি, ভিডিও বা কোনো উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ। ©2021 muktijoddhatelevision.com -এর সকল স্বত্ব সংরক্ষিত।
Theme By WooHostBD