1. admin@muktijoddhatelevision.com : admin :
করোনাভাইরাসের নতুন ধরন ‘মিউ’ ডব্লিউএইচওর পর্যবেক্ষণ তালিকায় - মুক্তিযোদ্ধা টেলিভিশন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন

করোনাভাইরাসের নতুন ধরন ‘মিউ’ ডব্লিউএইচওর পর্যবেক্ষণ তালিকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ‘মিউ’ ডব্লিউএইচওর পর্যবেক্ষণ তালিকায়। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় পাওয়া করোনাইরাসের নতুন ধরন ‘মিউ’ মানুষের শরীরের অ্যান্টিবডির প্রতিরোধ ভেঙে ফেলতে পারে বলে প্রাথমিক তথ্য প্রমাণ আসছে।

সে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন এ ধরনটিকে তাদের পর্যবেক্ষণের তালিকায় (ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট) অন্তর্ভুক্ত করেছে।

বিজ্ঞানীরা করোনাভাইরাসের পরিবর্তিত এই ধরনটিকে চিহ্নিত করেছেন বি.১.৬২১ হিসেবে। তবে জটিলতা এড়াতে ডব্লিউএইচও এখন গ্রিক বর্ণমালার ক্রম অনুসারে করোনাভাইরাসের নতুন ধরনগুলোর নামকরণ করছে। সেই হিসেবে কলম্বিয়ায় পাওয়া এ ভ্যারিয়েন্ট নাম পেয়েছে ‘মিউ’।

গত জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথমবারের মত ‘মিউ’ ধরনটি শনাক্ত হয়। সে সময় সেখানে কোভিডে আক্রান্তদের ৩৯ শতাংশ নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণের শিকার হয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড থেকে সেরে উঠলে বা টিকা নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, মিউ তা ভেঙে ফেলতে পারে। সে কারণেই গত ৩০ অগাস্ট ডব্লিউএইচও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ তালিকায় এ ধরনটি যুক্ত করা হয়েছে।

ক্রমাগত রূপ বদলাতে থাকা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো শনাক্তের জন্য কড়া নজরদারির অংশ হিসেবে বৈজ্ঞানিক গবেষণার তথ্য বিনিময়ের ওপরও জোর দিচ্ছেন ডব্লিউএইচওর কর্মকর্তারা।

বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টগুলোর গতিবিধিতে নজর রাখার সুবিধার জন্য সেগুলোকে ‘ভ্যারিয়েন্টস অব কনসার্ন’ এবং ‘ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট’ নামে দুটো তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রও নতুন এই ভ্যারিয়েন্টটি পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

যুক্তরাষ্ট্রে এখনও করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের দাপট চলছে। আক্রান্তদের ৯৯ শতাংশই এখন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের শিকার। মিউ এখনও যুক্তরাষ্ট্রে সেভাবে ছড়াতে পারেনি।

তারপরও এ ধরনটির ওপর নজর রাখার ওপর জোর দিয়ে ফাউচি বলেছেন, “নতুন এই ভ্যারিয়েন্টের জিন বিন্যাসে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যাতে ধারণা করা যায় যে, কিছু অ্যান্টিবডির প্রতিরোধ সেটা ভেদ করতে পারে। তবে উপসংহারে পৌঁছানোর মত তথ্য এখনও আমাদের হাতে নেই।”

করোনাভাইরাসের কোনো কোনো ধরন অ্যান্টিবডিকে হারিয়ে দিতে পারলেও এখন পর্যন্ত টিকাই কোভিড প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেছেন ফাউচি।

তিনি বলেন, “মোদ্দা কথা বল, আমরা এটার ওপর নজর রাখছি। আমরা এ ধরনের সব কিছুকেই গুরুত্বের সঙ্গে দেখি। তবে এখনই আমরা একে বড় হুমকি মনে করছি না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© মুক্তিযোদ্ধা টেলিভিশন সতর্কবার্তা : প্রাতিষ্ঠানিক/বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের লোগো, সংবাদ, ছবি, ভিডিও বা কোনো উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ। ©2021 muktijoddhatelevision.com -এর সকল স্বত্ব সংরক্ষিত।
Theme By WooHostBD