আন্তর্জাতিক ডেস্ক : পানশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের আলোচনায় বসার আহ্বান কারজাইয়ের। আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পানশির উপত্যাকায় তালেবান-বিরোধী বাহিনীকে অস্ত্র নামিয়ে রেখে তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা হামিদ কারজাই বলেন, “সংস্কার কর্মীদের চেষ্টার পরও পানশিরে সামরিক অভিযান, লড়াই শুরু হয়ে গেছে।”
“এই লড়াইয়ের পরিণতিতে দেশ এবং জনগণের স্বার্থসিদ্ধি হবে বলে আমি মনে করি না। সেকারণে আমি দু’পক্ষকেই বলছি যে, যুদ্ধ কোনও সমাধান নয়, এতে আফগানিস্তান কেবল ক্ষতবিক্ষত আর দুর্দশাগ্রস্তই হবে।”
গত বুধবারই পানশির ঘিরে ফেলে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তালেবান-বিরোধী বাহিনীকে আহ্বান জানিয়েছিলেন তালেবান নেতারা। এরপর থেকেই সেখানে সংঘাত চলছে।
উভয়পক্ষই একে অপরের বহু যোদ্ধাকে হতাহত করার দাবিও করছে। রয়টার্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনা ভেস্তে যাওয়ার পর তালেবান যোদ্ধারা পানশির উপত্যকায় ঢুকেছে।
তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ করছেন হামিদ কারজাই
তালেবান ও এনআরএফ- এর নিজ নিজ পক্ষে খুবই ভিন্ন অবস্থানের কারণে আলোচনা ব্যর্থ হয় বলে বিবিসি পারসিয়ানকে জানিয়েছেন এনআরএফ এর মুখপাত্র ফাহিম দাশতি।
Leave a Reply