সৈয়দ রমজান, নড়াইল থেকে : সিংগাশোলপুরে একতা সম্প্রীতি মালিক-শ্রমিক বন্ধনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নড়াইলের সিংগাশোলপুরে একতা সম্প্রীতি মালিক-শ্রমিক বন্ধনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় বণিক সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী সিংগাশোলপুর ফুটবল মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
বণিক সমিতি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে ফুটবল প্রতিযোগিতা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত ম্যাচটি ডা: শেখ উদ্দিন ফুটবল একাদশ বনাম দিশারী শোলপুর এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দিশারী শোলপুর ডা: শেখ মোসলেম উদ্দিন ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করেন। দীশারি পক্ষে সমীর বিশ্বাস ১ এবং সুজন দাস ১ ও কৌশিক বিশ্বাস ১ গোল করেন। গোল করেন ডা: মোসলেম উদ্দিন ফুটবল একাদশ এর পক্ষে গোলটি করেন মিকাইল হোসেন।
Leave a Reply