1. admin@muktijoddhatelevision.com : admin :
দাকোপে চালনা পৌরসভায় ক্লিনিকের দূষিত আবর্জনায় জনস্বাস্থ্য হানীর আশংকা - মুক্তিযোদ্ধা টেলিভিশন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

দাকোপে চালনা পৌরসভায় ক্লিনিকের দূষিত আবর্জনায় জনস্বাস্থ্য হানীর আশংকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১ Time View

শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ (খুলনা) থেকে : দাকোপে চালনা পৌরসভায় ক্লিনিকের দূষিত আবর্জনায় জনস্বাস্থ্য হানীর আশংকা। খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা সদর ক্লিনিকের আর্বজনা দূষিত দ্রব্যাদি আন্যের জায়গায় ফেলে পরিবেশ দূষিতসহ জনস্বাস্থ্যহানীর আভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী চালনা পৌরসভার মোঃ আব্দুর রব জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁর পানখালী মৌজায় বি, আর, এস ৩৯৪২ খতিয়ানে ৮১০৬ নং দাগে ০.১২ শতক জায়গায় তৈরী বাড়ীতে শান্তি পূর্ণ ভাবে বসবাসরত আছেন। তার বাড়ীর দক্ষিণ পাশ্বে কুইক কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটা ক্লিনিক তৈরী করেছে একই এলাকার বাসিন্দা মৃত মানিক সাহার পুত্র ধীরাজ সাহা। উক্ত ক্লিনিক তৈরী করে ধীরাজ সাহা প্রতি দিন রোগীদের মল-মুত্র, আবর্জনা, ঔষধের অব্যবহৃত দূষিত পদার্থ ওদ্রব্য আমার জায়গায় ফেলে আসছে। আমি আনেক বলার পরও কোন কাজ হয়নি সম্পুর্ন গায়ের জোরে সে দূষিত পদার্থ ফেলে আসছে। ফলে আমার জায়গা ব্যাবহারের অনুপযোগী সহ পরিবেশ অস্বাস্থ্যকর দূষিত হয়ে পড়েছে।

এ নিয়ে আমি গত ১৮/৮/২১ তারিখে রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ময়লা ফেলার সময় আমি বারন সহ স্থানীয় লোকজনকে ডাকে বিষয়ের দেখাই ও জানাই। তারা আমাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। কারন ধীরাজ সাহার বে আইনী পরিবেশ দূষণ সহ জনস্বার্থহানীর আশংকা সৃষ্টি কর কাজ প্রতি দিন করার প্রতিকার চেয়ে দাকোপ থানা সহ বিভিন্ন দপ্তরের একাধিক আভিযোগ করছি বলে ভুক্তভোগী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© মুক্তিযোদ্ধা টেলিভিশন সতর্কবার্তা : প্রাতিষ্ঠানিক/বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের লোগো, সংবাদ, ছবি, ভিডিও বা কোনো উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ। ©2021 muktijoddhatelevision.com -এর সকল স্বত্ব সংরক্ষিত।
Theme By WooHostBD