শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ (খুলনা) থেকে : দাকোপে চালনা পৌরসভায় ক্লিনিকের দূষিত আবর্জনায় জনস্বাস্থ্য হানীর আশংকা। খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা সদর ক্লিনিকের আর্বজনা দূষিত দ্রব্যাদি আন্যের জায়গায় ফেলে পরিবেশ দূষিতসহ জনস্বাস্থ্যহানীর আভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী চালনা পৌরসভার মোঃ আব্দুর রব জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁর পানখালী মৌজায় বি, আর, এস ৩৯৪২ খতিয়ানে ৮১০৬ নং দাগে ০.১২ শতক জায়গায় তৈরী বাড়ীতে শান্তি পূর্ণ ভাবে বসবাসরত আছেন। তার বাড়ীর দক্ষিণ পাশ্বে কুইক কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটা ক্লিনিক তৈরী করেছে একই এলাকার বাসিন্দা মৃত মানিক সাহার পুত্র ধীরাজ সাহা। উক্ত ক্লিনিক তৈরী করে ধীরাজ সাহা প্রতি দিন রোগীদের মল-মুত্র, আবর্জনা, ঔষধের অব্যবহৃত দূষিত পদার্থ ওদ্রব্য আমার জায়গায় ফেলে আসছে। আমি আনেক বলার পরও কোন কাজ হয়নি সম্পুর্ন গায়ের জোরে সে দূষিত পদার্থ ফেলে আসছে। ফলে আমার জায়গা ব্যাবহারের অনুপযোগী সহ পরিবেশ অস্বাস্থ্যকর দূষিত হয়ে পড়েছে।
Leave a Reply