1. admin@muktijoddhatelevision.com : admin :
মাশরাফির হাতেগড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - মুক্তিযোদ্ধা টেলিভিশন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

মাশরাফির হাতেগড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ Time View

সৈয়দ রমজান/ এস এম নূর আলম, নড়াইল থেকে : মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নিজ হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল (৪সেপ্টেম্বর) শনিবার পালিত হয়।

নড়াইল এক্সপ্রেস হেলথ্ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে আলোচনা সভা ও কেক কাটা এবং এক্সপ্রেস ফাউন্ডেশনের ইউনিয়ন ভলেন্টিয়ারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (ভার্চুয়াল মাধ্যমে) বক্তব্য রাখেন, এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম(বার), জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুন্সী আসাদুজ্জমান, সিভিল সার্জন ডা: নাসিমা আক্তার, জেলা আওয়ামী-লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খাঁন নিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন, শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত লাভলু, সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জমান, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ প্রমুখ।

উল্লেখ্য, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ২০১৭ সালের (৪সেপ্টেম্বর) থেকে যাত্রা শুরুর পর হতে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদান, ক্রিকেট,ফুটবল ও ভলিবল খেলোয়াড় খুঁজে তাদের প্রশিক্ষণ দেয়া, ফিটনেস সেন্টার নির্মাণ, বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনা নমুনা সংগ্রহে আর্থিক সহায়তা প্রদান, অক্সিজেন সেবা প্রদান, প্রায় ১০ হাজার অসহায় নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান, পরিবেশ রক্ষার্থে ডাস্টবিন স্থাপন,সোলার লাইট বিতরণ, দরিদ্র কষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ, নড়াইলবাসীর সার্বিক নিরাপত্তায় সিসি টিভি স্থাপনসহ অন্যান্য স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© মুক্তিযোদ্ধা টেলিভিশন সতর্কবার্তা : প্রাতিষ্ঠানিক/বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের লোগো, সংবাদ, ছবি, ভিডিও বা কোনো উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ। ©2021 muktijoddhatelevision.com -এর সকল স্বত্ব সংরক্ষিত।
Theme By WooHostBD