সৈয়দ রমজান, নড়াইল থেকে : নড়াইলের সিংগাশোলপুরে কর্তব্যরত গ্রাম পুলিশের চৌকিদারের উপর হামলা। নড়াইলের সিংগাশোলপুরে কর্তব্যরত অবস্থায় গ্রাম পুলিশের চৌকিদারের উপর হামলা ও মারধর করেছে দু’জন উচ্ছৃঙ্খল যুবক। আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল ১১টায় উক্ত হামলা ও মারধরের ঘটনাটি ঘটে।
গ্রাম পুলিশের চৌকিদার আশিক শেখ জানান, নড়াইল জেলার সদর থানাধীন সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের মধ্যে সে আজ সকাল থেকে ডিউটিরত ছিলো। সকাল আনুমানিক ১১টার দিকে বড়গাতির খলিল মোল্যার ছেলে সিংগাশোলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব মোল্যা, বড়গাতির আকবর মোল্যার ছেলে দিদার মোল্যা হঠাৎ ইউনিয়ন পরিষদের ভেতরে জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে ঢোকে। এসময় তাদের কারণ জিজ্ঞাসা করলে চৌকিদার আশিকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিককে তারই হাতে থাকা লাঠিটি কেঁড়ে নিয়ে গুরুত্বর ভাবে মারধর সহ রক্তাক্ত জখম করে। এসময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন আহত আশিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত আশিক বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে হামলার শিকার গ্রাম পুলিশ আশিক নিজে বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মির্জাপুর পুলিশ ক্যাম্পে তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল জানান, গ্রাম পুলিশের চৌকিদার আশিক বাদী হয়ে অভিযোগ করেছেন। যার তদন্ত চলছে। অভিযোগে উল্লেখিত আসামীরা এলাকাছাড়া।
Leave a Reply