মাসুদ রানা ভূঁইয়া : জনগন-ই আমার পরিবার -শরীফ মোহাম্মদ ভূঁইয়া (শিপলু) : আগামী ১১ ই নভেম্বর ২০২১ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে খুলনার ফুলতলা উপজেলার ২ নং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া (শিপলু)। বিগত পাঁচ বছরে তিনি যেসব বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এ বিষয়ে কথা বলেছেন।
নৌকা প্রতীক পেয়েই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের দুয়ারে দৌঁড়াচ্ছেন একটি ভোটের আশায়। চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
মুক্তিযোদ্ধা টেলিভিশন (আইপি) কে দেয়া একান্ত সাক্ষাৎকারে শরীফ মোহাম্মদ ভূঁইয়া (শিপলু) আরো বলেন- জনগণ আমার পরিবার; জনগন সাথে থাকলে মৃত্যুর আগ পর্যন্ত আমার চলার পথ থেমে যাবে না। আমি সকলের সাথে ছিলাম-আছি-থাকবো। যেমনটি একটি পরিবারের সদস্যরা থাকে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততোই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত – পথে ঘাটে চায়ের দোকানে চলছে নির্বাচনের প্রচার প্রচারণা। ইউনিয়নবাসীর দাবি এবারের নির্বাচনে ২নং দামোদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে একজন সৎ-যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। একজন সৎ-যোগ্য প্রার্থীর কোন বিকল্প নেই। ঘোষিত এবং অঘোষিত বিভিন্ন ধরনের সেবার মানসিকতা নিয়ে যারা চেয়ারম্যান পদে পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তাদের মধ্যে সৎ-যোগ্য প্রার্থীর প্রতি মানুষের সমর্থন আরও উজ্জীবিত করবে বলে এলাকার বিজ্ঞজনেরা মন্তব্য করেছেন।
শরীফ মোহাম্মদ ভূঁইয়া (শিপলু) বললেন, ইতিহাসে সাক্ষী আছে যে- বহু ঘাত-প্রতিঘাত সহ্য করেও আমি স্বপ্ন দেখেছি, ইউনিয়নবাসী সুযোগ দিলে অবশ্যই স্বপ্নের বাস্তবায়ন করবো এবং দেখিয়ে দেবো আমরাও পারি। বয়স মূল কথা নয়, কাজের ইচ্ছা শক্তি ও সঠিক পরিকল্পনাই মূল কথা। যদি সঠিক পরিকল্পনা সামনে রেখে নিবেদিত প্রাণে কাজ করা যায়, তবেই সম্ভব। জনগণ আমার পরিবার। জনগণের দোয়া ও ভালবাসাই আমার চলার পথের পাথেয়।
Leave a Reply